জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে ৩১২ বোতল বিদেশি মদ ও আগ্নেয়াস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে উপজেলার গুঠাইল এলাকার পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব বিদেশি মদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নিজাম উদ্দিন জানান, বুধবার রাতে ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার যমুনা নদীর তীরের পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩১২ বোতল বিদেশি মদ, ১টি শাটারগান, ৭ রাউন্ড গুলিসহ মো. শাহজামাল, মতিয়ার প্রামানিক, ও সামছুল মির্জাকে আটক করা হয়। আটককৃত সবার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়।
এছাড়া, দেওয়ানগঞ্জ উপজেলার টুপকারচর থেকে ৪ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন এবং শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০০ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
/আরএ/এমএনএইচ/
***বাংলা ট্রিবিউনে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।