লাইফস্টাইল ডেস্ক।।
শুষ্ক ত্বকে দ্রুত বলিরেখা পড়ে যায়। নিয়মিত অযত্নেও অনেক সময় চোখের নিচের অংশসহ মুখের বিভিন্ন অংশ কুচকে যায়। এ সমস্যার সমাধান রয়েছে হাতের কাছেই। কয়েকটি ঘরোয়া প্যাক ব্যবহারে মাত্র ১০ দিনেই মুক্তি পাবেন বলিরেখা থেকে। জেনে নিন ফেসপ্যাকগুলো কী কী-
ফেসপ্যাক ১
১ টেবিল চামচ আমন্ড তেল অথবা অলিভ অয়েল, ১ টি ডিমের কুসুম, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ গোলাপজল একসঙ্গে মেশান। মিশ্রণটি চোখের নিচের অংশ এবং থুতনিসহ পুরো মুখে ভালো করে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
ফেসপ্যাক ২
১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ৫ টেবিল চামচ গাজরের রস এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে মেশান। মিশ্রণটি হালকা করে ম্যাসাজ করুন মুখে। ১৫ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ফেসপ্যাক ৩
অর্ধেকটা পাকা কলা, ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। পেস্টটি মুখে ১০ মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্য: বোল্ডস্কাই ম্যাগাজিন
/এনএ/
***বাংলা ট্রিবিউনে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।