বিনোদন ডেস্ক।।
‘ট্রান্সফরমার’খ্যাত হলিউড সুন্দরী মেগান ফক্স। ২৯ বছর বয়সী এ নায়িকা ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী। সম্প্রতি তিনি স্বীকার করেন, সন্তান ও ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন।
একদিকে ক্যারিয়ারের হাতছানি আর অন্যদিকে সন্তান প্রতিপালনে রীতিমতো লড়াই করতে হচ্ছে এ তারকাকে। মেগানের প্রথম পুত্র নোয়াহ- এর বয়স তিন, আর দ্বিতীয় পুত্র বোধির বয়স দুই বছর।
মেগান ফক্সের ভাষায়, ‘এটা বেশ কঠিন। সন্তানরা আমার জীবনের একটা অংশ। কিন্তু আমাকে একসঙ্গে দুটোই সামলাতে হয়। জানি দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন। তবুও সর্বোচ্চ চেষ্টাটাই করি।’

সূত্র: দ্য ই্ন্ডিয়ান এক্সপ্রেস।
/এমপি/এমএম/
***বাংলা ট্রিবিউনে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।