নাজিয়া লোপা।।
চলছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। শুধু মাত্র রেজিস্ট্রেশন করে যে কেউ এই উৎসবে অংশ নিতে পারেন। উপভোগ উপ মহাদেশের নামকরা শিল্পীদের পরিবেশনা। তবে নিরাপত্তার খাতিরে এবার কর্তৃপক্ষ নিচ্ছেন কিছু পদক্ষেপ। এই পদক্ষেপগুলো দর্শকদের মঙ্গলের জন্যই বলে জানান আয়োজক। আসুন তাহলে জেনে নেই বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীতের রাত উপভোগ করার শর্তাবলী।
- পুরুষদের মোবাইল ফোন, ওয়ালেট ও চাবি ছাড়া অন্য কোনো কিছু আনা যাবে না।
- মোবাইল ফোন, চাবি ও টাকা বহনের জন্য মহিলাদের ১০ বাই ৬ ইঞ্চির চেয়ে বড় ব্যাগ না আনার অনুরোধ করা হলো। নির্ধারিত সাইজের চেয়ে বড় ব্যাগ নিয়ে কোনো ক্রমেই ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে না।
- উৎসবস্থলে স্থাপিত কোনো কাউন্টারে ব্যাগ রাখার সুযোগ নেই। আয়োজকবৃন্দ ভেন্যুতে আনা কোনো ব্যাগের দায়িত্ব গ্রহণ করবেন না।
- বাইরের কোনো খাবার, পানীয় বা পানির বোতল নিয়ে ভেন্যুতে ঢোকা যাবে না।
- সব ধরনের তামাকজাতদ্রব্য, ম্যাচ, লাইটার বহন নিষিদ্ধ।
- অনুষ্ঠান সারা রাত চলবে কিন্তু রাত ১টায় গেট বন্ধ হয়ে যাবে। রাত ১টার পর ভেন্যুতে নতুন করে প্রবেশ করা সম্ভব হবে না।
- গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ। প্রবীণ ও অসমর্থদের ক্ষেত্রে এ নির্দেশনা শিথিলযোগ্য।
- ভেন্যুতে রেজিস্ট্রেশন করার কোন ব্যবস্থা থাকবে না।
- ভেন্যুতে প্রিন্টিং-এর কোন ব্যবস্থা থাকবে না।
আরএফ
***বাংলা ট্রিবিউনে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।