বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য নিশ্চত করেন ।
শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনার জন্য বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় (বাদ মাগরিব) এ বৈঠক বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
এ সংক্রান্ত আরও খবর-
৬৮ লাখ টাকা ব্যয়ে প্রস্তুত হচ্ছে ঈদগাহ
জাতীয় ঈদগাহ মাঠে থাকবে সিসি ক্যামেরা, সোয়াট টিম
শোলাকিয়া প্রস্তুত, এবার ১৮৮তম ঈদ জামাত
বিটিভিসহ ঈদের প্রথম ৩ দিনের অনুষ্ঠান সূচি
/সিএ/এএইচ/
***বাংলা ট্রিবিউনে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।