বিনোদন প্রতিবেদক।।
নায়ক হিসেবে রুবেলকে সবাই চেনেন। তবে আপনি জানেন কি? তিনি নায়ক হওয়ার আগে গায়ক হিসেবে বিএফডিসিতে পা রাখেন। বড় ভাই সোহেল রানার বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি।
বিষয়টি নিয়ে রুবেল বলেন, ‘‘আমি বাসায় নিয়মিত গান গাইতাম। এটা বড় ভাইয়া প্রায় শুনতেন। একদিন মাকে তিনি বললেন, সে তো ছবিতে গাইতে পারে। এভাবেই কয়েকটি ছবিতে গান গেয়েছিলাম। ছবিগুলোর নাম এ মুহূর্তে মনে পড়ছে না।’
চলচ্চিত্রের মারকুটে এ নায়ক ১৯৮৯ সাল ‘লড়াকু’র মাধ্যমে পর্দায় আসেন। এ পর্যন্ত তিনি ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন।
/এম/
***বাংলা ট্রিবিউনে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।